বর্তমানে বাজার চায়না আরডুইনোতে সয়লাব। এগুলো কাজে একই হলেও ডুরাবিলিটে যথেষ্ট নয়। আমরা সচরাচর এই চায়না আরডুইনোতে প্রগ্রাম করবার সময় যে সসমস্যায় পড়ি তা হলো USB COM Port না পাওয়া। এর জন্য আমাদের ম্যানুয়ালি একটি ড্রাইভার সফটওয়্যার ইনষ্টল করে নিতে হবে। এটি মোটামোটি সকল চায়না তৈরি ডেভেলোপমেন্ট বোর্ডেই প্রয়োজন হয়।
১. প্রথমে CH34X এই লিংকে ক্লিক করে ড্রাইভার সফটওয়্যারটি ডাইনলোড করে নিন।
২. এখন CH34x_Install_Windows ফাইলটি আনজিপ করুন।
৩. এডমিনিষ্ট্রেটর পারমিশন ওকে করুন।
৪. এখন ইনস্টল বাটনে ক্লিক করুন।
৫. কিছুক্ষন অপেক্ষা করুন।
৬. কনফার্মেশন ইনডো আসলে ওকে করে ক্লোজ করুন।
৭. আরডুইনো সফটওয়্যারে গিয়ে টুলসে পোর্ট চেক করুন।