মাইক্রোকন্ট্রোলার নিয়ে যারা কাজ করেন শুধু তারাই জানের জাম্পার ওয়্যারের দরকার কতটুকু। জাম্পার ওয়্যারের মধ্যে তিন টাইপ রয়েছে। মেইল টু মেইল, মেইল টু ফিমেল, ফিমেল টু ফিমেল। ৮ ইঞ্চির এই জাম্পার দিয়ে খুব সহজেই ট্রেইনার বোর্ডে কাজ করা যায়।
কপারের তৈরি হাইলি কন্ডাকটিভ তার দিতে তৈরি হয় এই জাম্পার। বিভিন্ন ডিভাইসের সাথে সোল্ডারিং ছাড়া কানেকশন দেয়ার একমাত্র উপায় এই জাম্পার ওয়ার।
কিনতে এখনই ক্লিক করুন এখানে।