গ্লু গান হলো এক প্রকার হিটার যার মাধ্যমে সিলিকন প্লাষ্টিকের তৈরি স্টিক কে গলিয়ে ব্যবহার করা যায়। এর দ্বারা বিভিন্ন জিনিস জোড়া অথবা কোন জয়েন্টকে মজবুত করবার জন্য ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্সের বিভিন্ন স্খানে সোল্ডারিং করার পরে ইনসুলেশন করার জন্য এটি ব্যবহার করা যায়।
এটি ব্যবহার করার জন্য একটি গানের সাথে প্রয়োজন গ্লু গান স্টিক। ২০ ওয়াটের একটি কিনতে ক্লিক করুন এখানে। সোলডারিং এ ব্যবহার দেখার জন্য ক্লিক করুন এখানে।